কল্যাণ ডেস্ক
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে মো. সাদ্দাম হোসেন (৩৩) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৯ এপ্রিল) সকালে হাসপাতালের পূর্ব সিঁড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে প্রায় ৫ হাজার টাকার সরকারি ওষুধ জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, সাদ্দাম দীর্ঘ ১৭ বছর ধরে বেসরকারিভাবে হাসপাতালের ১৩ নম্বর মেডিসিন ওয়ার্ডে ‘ওয়ার্ড বয়’ হিসেবে কাজ করছিলেন। তিনি রাউজান উপজেলার মোগারদিঘী এলাকার মুজিবুল হকের ছেলে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে নগরের পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন: মাঝারি তাপপ্রবাহের কবলে ঢাকাসহ বিভিন্ন অঞ্চল
১ Comment
Pingback: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৭