নিজস্ব প্রতিবেদক
খুলনার বিএল কলেজের বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র সমন্বয়ক দাবি করা রাহুল সরদার (২০) চুরি করা গরুসহ যশোরে আটক হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের জিয়ালতলা গ্রামে চুরি করা গরুসহ হাতেনাতে আটক হন রাহুল সরদার। এই ঘটনায় গরুর মালিক একই গ্রামের বিল্লাল গাজী বাদী হয়ে রাহুল সরদারসহ দুইজনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা করেছেন। এই মামলার অপর আসামি বাচ্চু মোল্যা একই গ্রামের মৃত শহিদ মোল্যার ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাহিদুর রহমান জানিয়েছেন, গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে লোক মারফত খবর পেয়ে একই গ্রামের ঘিনে মোল্যার বটতলা মোড়ে গিয়ে জনতার হাতে চোরাই গরুসহ আটক রাহুলকে হেফাজতে নেয়া হয়। এরপরে গরুর মালিক থানায় মামলা করেছেন। তাকে এদিনই যশোর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
যশোর আদালত চত্বরে রাহুল সরদার এ প্রতিবেদকের কাছে দাবি করেন, তিনি খুলনার বিএল কলেজে ইসলামের ইতিহাসে প্রথম বর্ষে লেখাপড়া করেন। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিএল কলেজ শাখার সমন্বয়ক। তার সমন্বয়েকর সিরিয়াল নম্বর ১০২। তিনি আরো বলেছেন, এলাকার একটি পক্ষ পূর্ব শত্রুতার জের ধরে এই মামলায় ফাঁসিয়েছে।