নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের পূর্ব বারান্দী মোল্লাপাড়া আমতলা এলাকা থেকে চুরি যাওয়া ২টি ইজিবাইকসহ শরিফুল ইসলাম আকাশ নামে এক যুবক আটক হয়েছে। গত বৃহস্পতিবার মণিরামপুর উপজেলার ভোজগাতি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক শরিফুল ইসলাম আকাশ মণিরামপুর উপজেলার মথুরাপুর পালপাড়ার কামাল হোসেনের ছেলে। বর্তমানে তিনি যশোর শহরতলীর ঝুমঝুমপুর রানি বাজার এলাকার আহম্মদ ডাক্তারের বাড়ির ভাড়াটিয়া।
পূর্ব বারান্দী মোল্লাপাড়া আমতলার এলাকার মৃত দলিল উদ্দিন খানের ছেলে আব্দুল লতিফের অভিযোগ, গত ২০ সেপ্টেম্বর বিকেলে তিনি নিজ বাড়ির সামনে তার ইজিবাইক রেখে দেন। কিন্তু সেখান থেকে তার ইজিবাইকটি চুরি হয়ে যায়। পরবর্তীতে তিনি জানতে পারেন, একই এলাকার তন্ময় হোসেন রাব্বি নামে এক যুবকের একটি ইজিবাইকটি চুরি হয়ে গেছে। এ কারণে তারা দুইজনে তাদের চুরি যাওয়া ইজিবাইকের খোঁজ করতে থাকেন। এক পর্যায়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় তারা জানতে পারেন, মণিরামপুর উপজেলার ভোজগাতি গ্রামের জনৈক বারিক খাঁ’র পুকুর পাড়ে দুইটি ইজিবাইকসহ এক যুবককে আটকে রেখেছেন স্থানীয় লোকজন। এ খবর পেয়ে রাত ১২টার দিকে পুলিশ নিয়ে তারা সেখানে যান এবং ইজিবাইক দুইটি তাদের বলে শনাক্ত করেন। এ সময় স্থানীয় লোকজন আটক শরিফুল ইসলাম আকাশ নামে এক যুবককে পুলিশের হাতে তুলে দেন। ইজিবাইক চুরির সাথে মনির নামে আরো এক যুবক জড়িত। ঘটনাস্থল থেকে ইজিবাইক ফেলে সে কৌশলে পালিয়ে গিয়েছিলো। মনিরের বাড়িও ঝুমঝুমপুর রানি বাজার এলাকায়।
