বেনাপোল (যশোর) প্রতিনিধি
সীমান্তে চোরাচালান প্রতিরোধে ভারতের পেট্রাপোল আইসিপি ক্যাম্পে বিজিবি-বিএসএফের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জুন) দুপুরে দুই দেশের সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিজিবির খুলনার সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল, সেক্টর জিএস ও মেজর মো. আমিনুর রহমান, বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন কলকাতা সেক্টর কমান্ডার তারাণী কুমার, ১৪৫ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক আরপি উদিত, স্টাফ অফিসার অভিনেতসহ সাত সদস্যের একটি প্রতিনিধি দল।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, বৈঠকে ঈদকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে গরু ও মাদকদ্রব্য অবৈধভাবে পারাপার, চোরাচালানি বন্ধ, সীমান্তে কোনো স্থায়ী স্থাপনা তৈরি করতে হলে উভয় দেশের অনুমতি সাপেক্ষে তৈরি করা ও সীমান্ত হত্যা বন্ধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
