নিজস্ব প্রতিবেদক: ‘আপনি ঘুমান আপনার বাড়ি পাহারা দেবো আমরা’ এই প্রতিপাদ্যে যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের কুলবাড়িয়া গ্রামে রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছে ওই গ্রামের প্রায় শতাধিক যুবক। জানা গেছে চুরি ডাকাতি, ছিনতাই, রাহাজানি ঠেকাতে স্বেচ্ছায় প্রতিরাতে পাহারার দায়িত্ব নিয়েছেন তারা।
এ সামাজিক কর্মকাণ্ডের উদ্যোগ নিয়েছেন ওই গ্রামের ফিরোজ হোসেন ও হুমায়ুন কবির জিকো। সাথে রয়েছেন সবুজ, রিপন, সাইদুর, রিপন দেব, হাসিবুর, সাকিবুর, সোলাইমান কবির, শিমুল হোসেনসহ শতাধিক যুবক।
এ উপজেলায় বিগত কয়েকদিন ধরে প্রতি রাতে চুরি ডাকাতি ছিনতাই বেড়ে যাওয়ায় রাতে গ্রামবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়েছেন এ সকল যুবকেরা।
এ পাহারা দলের উদ্যোক্তা ফিরোজ হোসেন বলেন, রাত এগারোটার পরে বাইরের কোন মানুষ গ্রামে প্রবেশ করতে পারবে না। যদি কাউকে সন্দেহ হয় সে ব্যক্তিকে যাচাই বাছাই করে প্রয়োজনে পুলিশের হাতে সোপর্দ করা হবে।
স্থানীয়রা জানান, ঝিকরগাছার বিভিন্ন গ্রামে আশঙ্কাজনক হারে বেড়েছে চুরির ঘটনা। অধিকাংশ চোরই ধরাছোঁয়ার বাইরে। ফলে চুরি ঠেকাতে উপজেলার শংকরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে রাত জেগে পাহারা দিচ্ছেন যুবকেরা। উপজেলায় গত একমাসে মোটরসাইকেল, দোকান ও বাসা-বাড়ির মালামাল, অটোরিকশা, শ্যালো মেশিন, স্বর্ণালঙ্কার, গরু চুরিসহ অর্ধশতাধিক ঘটনা ঘটেছে।
এতে দিন দিন আতংকিত হয়ে পড়েছেন স্থানীয়রা। সম্প্রতি শংকরপুর গ্রামে মাওলাকার বাড়ি থেকে একটি এপাচি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এ সময় পরিবারের সদস্যদের অস্ত্র ঠেকিয়ে স্বর্ণের গহনা টাকা পয়সা লুট করে নিয়ে যায় ডাকাতরা।
কুলবাড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ইকরামুল ইসলামের হোন্ডা এক্স ব্লেড ১৬০ সিসি মোটরসাইকেলটি গত ২৩ নভেম্বর রাতে গ্রিলের তালা ভেঙে চুরি করে নেয়া হয়। এর কিছুদিন বাদে সেকেন্দারকাটি গ্রামের খোকনের বাড়ি থেকে ছাদের সিঁড়ির ঘর দিয়ে চোর ঢুকে ড্রয়ার থেকে টাকা পয়সা ও স্বর্ণের গহনা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। একই সাথে প্রতিরাতে গৃহস্থের কোন না কোন বাড়ি থেকে গরু চুরি যেন নিত্যনৈমিত্তক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, এ বিষয়ে তদন্ত চলছে। সাব-ইন্সপেক্টর স্বপন তদন্ত করছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে যশোর জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে গত তিন দিনে ডাকাত চক্রের মোট ১৯ জন সদস্যকে গ্রেফতার করেছে। তাদের কাছ উদ্ধার করা হয়েছে বাসাবাড়ি থেকে লুণ্ঠিত স্বর্ণ, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র।