নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছায় আলম সাদুর এক্সেল ভেঙে উল্টে গিয়ে সুজন হালদার (৩২) নামের এক মাছের ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় ড্রাইভার রফিকুল ইসলাম (২৭) ও আতিয়ার রহমান (৪৫) নামের দুজন মারাত্মকভাবে আহত হয়েছেন। বুধবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সরুপদাহ ইউনিয়নের খড়িঞ্চা বাজারের পাশে এ দূর্ঘটনা ঘটে।
নিহত সুজন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নস্তি গ্রামের মৃত অবনীশ হালদার এর ছেলে। আহত আতিয়ার রহমান একই এলাকার মৃত দরুদ হোসেনের ছেলে ও রফিকুল ইসলাম একই এলাকার লোক বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল ১১টায় দিকে মহেশপুর থেকে মাছ নিয়ে আলমসাধু যোগে চৌগাছা মাছ বাজারে আসছিল।
পথিমধ্যে চৌগাছা-পুড়োপাড়া সড়কের খড়িঞ্চা বাজারস্থ জনৈক কাশেম মিয়ার ধানের চাতালের পাশে রাজনের দোতলা বাড়ির সামনে এসে পৌঁছালে হঠাৎ গাড়ির এক্সেল ভেঙে গাড়ি উল্টে এই দূর্ঘটনা ঘটে। গাড়িতে থাকা সুজন হালদার, আতিয়ার ও গাড়ি চালক রফিকুল ইসলাম গাড়ির নিচে পড়ে মারাত্মকভাবে আহত হয়।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ কান্তা, সুজন হালদারকে মৃত ঘোষণা করেন এবং আহত গাড়ি চালক রফিকুল ইসলাম ও আতিয়ারের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে যশোর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
চৌগাছা থানার উপপরিদর্শক এএসআই কামাল হোসেন বলেন, বিষয়টি শুনেই থানা পুলিশ ঘটনাস্থলে পৌছেছেন। এ সংক্রান্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: সরকারি কর্মকর্তা-কর্মচারীকে লাঞ্ছিতের ঘটনায় যশোরে যুবলীগনেতাকে সাময়িক বহিষ্কার