নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছায় পূর্ব শত্রুতার জেরে কবির হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে। মঙ্গলবার রাতে চৌগাছার ফুলসারার রায়নগর গ্রামে ঘটনাটি ঘটে। তিনি ওই রায়নগর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জেরে এই এলাকার আব্দুর রহমান, সাইফুল্লাহ, রুবেল হোসেন, বশির আহমেদ তাকে অন্য আরেক জনের ফোনে বাড়ি থেকে বাহিরে ডেকে নিয়ে আসে। আগের থেকে ওৎ পেতে থাকা আব্দুর রহমান, সাইফুল্লাহ, রুবেল হোসেন, বশির আহমেদসহ ৪ থেকে ৫ জন তাকে চাইনিজ কুড়াল ও রামদা দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিচিত্র মল্লিক জানান, তার মাথায়সহ শরীরের বিভিন্নস্থানে কোপানোর চিহ্ন রয়েছে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে জরুরি চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার করেন।
