চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় এক বাড়ি থেকে এক রাতে চারটি চার্জার ভ্যান চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে পৌরসভার ৫ নং ওয়ার্ডের তবিবর রহমান চুন্নুর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। ভ্যানগুলোর মালিক তবিবর রহমানের বাসার ভাড়াটিয়া।
চুরি যাওয়া ভ্যানের মালিকরা জানান, এক সপ্তাহ আগে তারা মাসিক ৩ হাজার টাকা ভাড়ায় দু’টি টিনশেড রুম ভাড়া নিয়ে বাস করতেন। এবং বিভিন্ন এলাকায় ফেরি করে সেমাই, নুডুলসহ বিভিন্ন দ্রব্যাদি বিক্রি করতেন।
টনার দিন রাতে তারা ভ্যানগুলি চার্জে দিয়ে ঘুমানোর পর চোরেরা একটি কক্ষ বাদে ওই টিনশেডের সকল কক্ষে বাইরে থেকে তালা দিয়ে ভ্যানগুলি চুরি করে নিয়ে যায়। চিৎকার শুনে রাতের টহল পুলিশ ঘটনাস্থলে পৌছালেও বাসা মালিককে জানালে অনেক দেরিতে পৌছানোর অভিযোগ করেন তারা।
স্থানীয় পৌর কাউন্সিলর জিএম মোস্তফা বিষয়টি মীমাংসা বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সময় নিয়েছেন ক্ষতিগ্রস্থ ভ্যান মালিকদের কাছ থেকে। এ ব্যাপারে জিএম মোস্তফার সাথে কথা বলার জন্য (০১৭১৯২৬৬৫০৫) মোবাইলে কল করলেও তিনি রিসিভ করেননি।
চৌগাছা থানার ডিউটি অফিসার এএসআই খোরশেদ আলম বলেন, রাতে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।