চৌগাছা (যশোর) প্রতিনিধি
চারবারের প্রধানমন্ত্রী ও সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অসামান্য উদ্ভাবন ‘কমিউনিটি ক্লিনিক’কে জাতিসংঘ ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ হিসেবে স্বীকৃতি দেয়ায় যশোরের চৌগাছায় আনন্দ শোভাযাত্রা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে পৌরশহরে গুরুত্বপূর্ণ সড়কে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম, হাসান রেজা, এইচএম ফিরোজ ও শফিউর রহমান রাথিক। এতে উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের পাশাপাশি উপজেলা স্বেচ্ছাসেবকলীগও অংশ গ্রহণ করে। এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউর রহমান রিন্টু। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মেজবাহ উদ্দিন ইটু, যুগ্ম সম্পাদক আব্দুল হাকিম।
এছাড়াও বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বকুল হোসেন, সম্পাদক রোকনুজ্জামান সুমন, উপজেলা ছাত্রলীগের সদস্য আবিদুজ্জামান জিসান, ফয়সাল রানা, জয়ন্ত কুমার, রিফাত আরেফিন, সাবেক দপ্তর সম্পাদক হাসেম আলী, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুজ্জামান রিংকু, সাধারণ সম্পাদক মিকাইল ইসলাম সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক জিহাদ হোসেন, পৌর ছাত্রলীগ নেতা সৌরভ রহমান বিপুল, নিরব হাসান আকরাম, আনিচুর রহমান, আজমীর হোসেন, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা হাসিব বিশ্বাস, আলিফ হোসেন প্রমুখ।
