চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছার বেড়গোবিন্দপুর বাঁওড় সংলগ্ন নাটনার খালের উপর দিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে প্রতিনিয়ত চলছে পণ্যবাহী যানবাহনসহ পথচারীরা। এতে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা জানান।
চৌগাছা থেকে ঝিকরগাছায় যাওয়ার অন্যতম মাধ্যম হলো এই গুরুত্বপূর্ণ সড়কটি। ওই সড়কের নাটনার খাল নামক স্থানে ব্রিজের উপর দিয়ে প্রতিনিয়ত পণ্য ও যাত্রীবাহী বিভিন্ন যানবাহনসহ কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষ চলাচল করেন।
বিকল্প রাস্তা না থাকায় যানবাহনসহ পথচারীরা বাধ্য হয়ে দীর্ঘদিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ এ ব্রিজ দিয়ে চলাচল করছেন। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজরদারি না থাকায় স্থানীয় বাসিন্দারা ও পথচারীরা এ বিষয়ে নানা প্রশ্নও তুলছেন।
সরেজমিন গিয়ে দেখা গেছে, প্রায় ২৫ বছর আগে চৌগাছা-ঝিকরগাছা সড়কের এলজিইডির রাস্তার অধীনে নির্মিত এ ব্রিজে ফাটল ও গর্তের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। হালকা-ভারি কোনো যান উঠলেই ব্রিজটি কাঁপতে থাকে। বেশ কয়েক বছর ধরেই ব্রিজটির অবস্থা এমন। এ অবস্থার মধ্যেও বাধ্য হয়ে নানা ধরনের যানসহ কয়েকটি ইউনিয়নের শিক্ষার্থী এবং হাজারো মানুষ নিয়মিত চলাচল করছেন এই ব্রিজ দিয়ে। মরণফাঁদে পরিণত হওয়া ব্রিজটির ওপর দিয়ে প্রতিনিয়তই চলছে বাস, মালবাহী ট্রাক ও নসিমন-করিমন, সিএনজি, ভ্যান, আলমসাধুসহ বিভিন্ন ধরনের ছোট-বড় যানবাহন। এতে করে ব্রিজটির ভাঙন এলাকার ভাঙন আরো বৃদ্ধি পাচ্ছে। ফলে যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
চৌগাছা সদর ইউনিয়নের ইউপি সদস্য ও লস্কারপুর গ্রামের বাসিন্দা ইউনুস আলী জানান, কয়েক বছর আগেই ব্রিজটির বিভিন্ন স্থানে ফাটল ও গর্তের সৃষ্টি হয়েছে। যে কোন সময় দুর্ঘটনার আশংকা প্রকাশ করে দ্রুতই ব্রিজটি পুনর্নির্মাণের দাবি জানান।
এ ব্যাপারে চৌগাছার উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ রিয়াসাত জানান, বিষয়টি এখন শুনলাম। সরজমিনে গিয়ে কি অবস্থা দেখব। তারপর পরবর্তী পদক্ষেপ নেব। তবে পানি উন্নয়ন বোর্ডের অধীনে খাল খননের কাজ চলছে এই জন্য হয়তো এমনটা হতে পারে।