নিজস্ব প্রতিবেদক
যশোরে ডেঙ্গু আক্রান্ত হয়ে কবির হোসের (৩২) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৮ জনে। তিনি চৌগাছার হাকিমপুর গ্রামের বাসিন্দা।
হাসপাতাল সূত্র জানায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কবির হোসেন মঙ্গলবার রাতে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৬ টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।