নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছার একটি মানব পাচার মামলায় চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক জেল্লাল হোসেন।
অভিযুক্ত আসামিরা হলো, বেনাপোলের শিবনাথপুর গ্রামের মাঠপাড়ার আনসার আলীর ছেলে জাহিদুল আলী, পূর্বপাড়ার ইয়াকুব আলীর ছেলে সজন সরদার রাজু, ঝিকরগাছার শিয়ালঘোনা গ্রামের মৃত আবুশাম বিশ্বাসের ছেলে আব্দুল মবিন ওরফে মোমিন ও ঝিনাইদহের মহেশপুরের সোনাইডাঙ্গা গ্রামের চান মিয়ার ছেলে আলমগীর।
মামলার অভিযোগে জানা গেছে, ঝিনাইদাহ র্যাব-৬ এর সদস্যরা ২০২২ সালের ৪ ডিসেম্বর রাতে চৌগাছার টেংগুরপুর গ্রামের মোড়ে অভিযান চালায়। এসময় জাহিদুল আলীকে আটক ও দুই নারীসহ তিনজনকে উদ্ধার করে র্যাব। জাহিদুল আলীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে ওই তিনজনকে চাকরির প্রলোভন দিয়ে নড়াইল, সাতক্ষীরা ও বাগেরহাট থেকে দালালের মাধ্যমে যশোরের নাভারণ মোড়ে জড়ো করা হয়। পরে তাদের ভারতে পাচারের উদ্দেশ্যে সিএনজিতে করে চৌগাছার টেংগুরপুর মোড়ে আনা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে বাকি তিনজন পালিয়ে গেছে বলেও সে স্বীকার করে। এ ঘটনায় র্যাব-৬ ঝিনাইদহের পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম বাদী হয়ে পরের দিন মানব পাচার দমন আইনে চৌগাছা থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আটক আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই চারজনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত আলমগীরকে পলাতক দেখানো হয়েছে।