চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় পানিতে ডুবে রজনী (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার পাশাপোল ইউনিয়নের পলুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রজনী পলুয়া গ্রামের রেজাউল ইসলামের মেয়ে।
শিশু’র মামা লিটন হোসেন ও ভাই রাকিব হোসেন জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে রজনী তার বাবা রেজাউলের সাথে পুকুরে মাছ ধরতে যায়। এ সময় অসাবধানতাবশত রজনী পুকুরে পড়ে যায়। এরপর দীর্ঘক্ষণ খোঁজাখুজির পর শেষ পর্যায়ে পুকুর থেকে নিজ মেয়ে রজনীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান রেজাউল ইসলাম।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহিদুর রহমান ইমন বলেন, হাসপাতালে আনার পূর্বেই শিশুটি মারা গেছে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
