আবদুল্লাহ আল মামুন, চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় বজ্রপাতে আমিনুর রহমান (৫৫) নামে এক পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে।
নিহত আমিনুর রহমান উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের গয়ড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। সে পেশায় একজন পশু চিকিৎসক।
বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের গদাধরপুর-দিঘড়ীর মাঠের মাঝখানে এ দুর্ঘটনা ঘটে।
স্বরুপদাহ ইউনিয়ন পরিষদের মেম্বার মন্টু মিয়া বলেন, প্রতিদিনের মতো আমিনুর রহমান পশু দেখতে গদাধরপুর গ্রামে যায়। এরপর গদাধরপুর থেকে দিঘড়ী পশু দেখতে যাওয়ার সময় হঠাৎ দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে থানার একজন উপ-পরিদর্শক (এসআই) পাঠানো হয়েছে।