নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিমুল হোসন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ছেলেকে বাঁচাকে গিয়ে বিদ্যুৎ স্পর্শে আহত হয়েছেন বাবা জাহাঙ্গীর আলম (৪২)। ঘটনাটি ঘটেছে রোববার সকালে চৌগাছা সদরের লস্করপুর গ্রামে নিজ বাড়িতে। জাহাঙ্গীর আলম যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।
মৃতের ফুফাতো ভাই বিএম উজ্জল হোসেন রনি জানান, মঙ্গল বিশ্বাসের ছেলে জাহাঙ্গীর ও তার ছেলে শিমুল ইলেক্ট্রিক খড় কাটা মেশিনে খড় কাটছিলেন। হঠাৎ ম্যাশিনটি বিদ্যুতায়িত হলে শিমুল বিদ্যুৎস্পৃষ্ট হয়। তার বাবা তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন এবং জাহাঙ্গীরকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক সামস জানান, বিদ্যুতায়িত হয়ে তার শরীরের কিছু অংশ পুড়ে গেছে। তবে তিনি আশংকামুক্ত।