নিজস্ব প্রতিবেদক
যশোরের ডিবি পুলিশ চৌগাছা থেকে ১০ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। আটক দুইজন হলো, সদর উপজেলার গয়ড়া গ্রামের মৃত আক্কাসের ছেলে রুহুল আমিন (২৭) এবং হিজলি গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম (২৫)।
ডিবির এসআই সোলায়মান আক্কাস জানিয়েছেন, গত শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আশশিংড়ি গ্রাম থেকে দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।