চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছায় মোটরসাইকেলের চাকায় ওড়না পেচিয়ে দুর্ঘটনা কবলিত হয়ে সোনিয়া খাতুন (১৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী রাসেল হোসেন (২৫) আহত হয়ে চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা চৌগাছা পৌরসভার ৫নং ওয়ার্ডের বিশ্বাসপাড়া গ্রামের বাসিন্দা।
শুক্রবার (২১ জুলাই) বিকাল তিনটার দিকে চৌগাছা-ঝিকরগাছা সড়কের রঘুনাথপুর জামতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে সোনিয়ার মৃত্যু হয়।
হাসপাতালে চিকিৎসাধীন রাসেল হোসেন জানান, জুম্মার নামাজের পর তারা স্বামী-স্ত্রী একটি মোটরসাইকেলে করে স্ত্রীর বোনের বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে চৌগাছা-ঝিকরগাছা সড়কের রঘুনাথপুর জামতলা এলাকায় পৌছে স্ত্রী সোনিয়ার গায়ের ওড়না মোটরসাইকেলের চেইনইজ পকেটে জড়িয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দুর্ঘটনা কবলিত হয়ে পড়ে যান। এতে তিনি ও তার স্ত্রী সোনিয়া দু’জনেই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সোনিয়ার অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়।
তাদের প্রতিবেশি ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও চৌগাছা বাস-মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি কামাল আহমেদ জানান, চৌগাছা হাসপাতাল থেকে রেফার করার পর সোনিয়াকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয়। তিনি বলেন, আমরা ময়নাতদন্ত ছাড়াই লাশটি দাফনের অনুমতি নেয়ার জন্য চেষ্টা করছি। আর রাসেল চৌগাছা হাসপাতালে ভর্তি রয়েছে।
তিনি আরও বলেন, মাত্র এক-দেড় বছর আগে তাদের বিয়ে হয়। এখনও কোন সন্তান হয়নি। শুক্রবার জুম্মার নামাজের পর সোনিয়ার বোনের বাড়ি যাচ্ছিলেন তারা স্বামী-স্ত্রী। মোটরসাইকেলের চেইনইজ পকেটে সোনিয়ার ওড়না জড়িয়ে এই দুর্ঘটনা ঘটে।
এ রিপোর্ট লেখার সময় সন্ধ্যা ছয়টায় লাশটি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে রাখা ছিলো। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।