নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আলী হোসেন ওরফে খোকন (২৮) নিহতের ঘটনায় ৬ জনের নামে মামলা হয়েছে। এঘটনায় আবদুল মালেক নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত ৮টার দিকে হুদাপাড়া জামে মসজিদ এলাকায় আলী হোসেন ওরফে খোকনকে খুন করা হয়। তিনি পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের হুদাপাড়া মহল্লার মৃত আব্দুল মুজিদের ছেলে।
এলাকাবাসী ও নিহতের স্বজনেরা জানান, শনিবার দুপুরে হুদাপাড়া মহল্লার বাসিন্দা আলী হোসেন খোকনের সাথে একই মহল্লার হারুন অর রশিদের ছেলে আশরাফ হোসেনসহ কয়েকজনের কথা কাটাকাটি হয়। ধারণা করা হচ্ছে তারই জের ধরে ওই দিন রাত ৮ টার দিকে মহল্লার জামে মসজিদ সংলগ্ন জালাল উদ্দিনের বাড়ির সামনে খোকনকে একা পেয়ে প্রতিপক্ষরা তাকে উপর্যপুরি ছুরিরকাহত করে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, হত্যার শিকার আলী হোসেন খোকন ও হত্যাকা-ের সাথে জড়িত উভয়ই মাদকসেবী। মাদকসেবন নিয়ে তাদের ভিতরে প্রায় সময় কথা কাটাকাটি হত। এছাড়া তারা নানা অপকর্মের সাথেও জড়িত। ধারণা করা হচ্ছে শনিবার দুপুরে এমনই এক ঘটনার সূত্রপাত ঘটে তাদের মধ্যে। সেই সূত্র ধরে রাতে প্রতিপক্ষরা ছুরি মেরে খোকনকে হত্যা করে।
নিহত খোকনের ভাগ্নে শাকিল হোসেন জানান, প্রায় এক বছর আগে মামা খোকনের মানসিক সমস্যা দেখা দেয়। বর্তমানে সে সুস্থ। কিন্তু গ্রামের সাইফুল ইসলাম, আশরাফ হোসেন, রেজা উদ্দিন ও আব্দুল মালেক তাকে প্রায় সময়ই পাগল বলে ডাকতো। শনিবার দুপুরে এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং রাতে তারা মামাকে ছুরি মেরে হত্যা করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুলকার হোসেন বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। নিহতের বুকের বাম পাশে উপর্যুপরি ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী বলেন, হত্যাকা-ের ঘটনায় শনিবার রাতেই ৬জনের নামে মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তুচ্ছ একটি ঘটনায় এই মর্মান্তিক হত্যাকা- ঘটেছে। তদন্ত শুরু হয়েছে। দ্রুতই হত্যার মূল রহস্য উদ্ঘাটন হবে।