আবদুল্লাহ আল মামুন, চৌগাছা (যশোর)
যশোরের চৌগাছায় সবজিবাহী ট্রাকের ধাক্কায় দুই জন কৃষক নিহত হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে চৌগাছা-ঝিকরগাছা রোডের পলুয়া গ্রামের মসজিদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন উপজেলার পাশাপোল ইউনিয়নের মালিগাতী গ্রামের আলী হোসেনের ছেলে নুর ইসলাম (৪৫) ও দুড়িয়ালি গ্রামের নূর মোহাম্মাদের ছেলে আয়ুব হোসেন (৬০)। আয়ুব হোসেন ঝিকরগাছা উপজেলার বেলে বিশেহরি গ্রামের বাসিন্দা। তিনি মালিগাতী গ্রামে বসবাস করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিকরগাছা থেকে ছেড়ে আসা চৌগাছাগামী সবজি বোঝাই (সাতক্ষীরা-ট-১১০৩৫৮) একটি দ্রুতগামী ট্রাক পলুয়া গ্রামের মসজিদ মোড়ে পৌছালে বিপরীতমুখী একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক কৃষক নুর ইসলাম ও মোটরসাইকেলের আরোহী আয়ুব হোসেন মারা যান।
পাশাপোল ইউপি চেয়ারম্যান ওবাইদুল ইসলাম সবুজ বলেন, ঘটনাটি মর্মান্তিক এ ঘটনায় নিহতেদের পরিবারে ও এলাকায় শোকের মাতম বইছে।
চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত সবজি বোঝাই ট্রাকটি (সাতক্ষীরা-ট-১১০৩৫৮) জব্দ করে দশপাকিয়া পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।
