চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে ব্যাংকের সলুয়া বাজার আউটলেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী।
আউটলেট ম্যানেজার রিয়াজুল ইসলাম রিংকুর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক শফিক হায়দার লাভলু, উপজেলা ছাত্রলীগ নেতা এমএ করিম, ব্যাংকের অফিসার শিশির হোসেন, সোনালী আক্তারসহ আউটলেটের গ্রাহক ও ডিপোজিটাররা।