চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় ২ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে হিজলি ম্যাধমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন যশোর-২ আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবঃ অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন এমপি। রোববার দুপুরে হিজলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে এবং শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের অধীনে ভবনটি নির্মাণ করা হয়েছে। আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও অত্র বিদ্যালয়ের সভাপতি কাউন্সিলর আনিছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিচুর রহমান লাড্ডু। সরুপদাহ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের নেতা গোলাম মোস্তফার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শহিদুল ইসলাম মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, স্বরূপদাহ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল কদর, জগদীশপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাদেকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাস্টার তারিকুল ইসলাম , উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হবিবর রহমান, সিংহঝুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক, ধূলিয়ানী ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুর রহমান, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য শায়লা জেসমিন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, যুবলীগ নেতা ইউসুফ, মেম্বর মন্টু,শাহিন, বকুল, রাসেল,মিঠু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, ছাত্রলীগ নেতা হাসান, রিংকু, বিপুল, আরিফ, মাসুম,আকরামসহ স্বরুপদাহ ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ।
আরও পড়ুন:চৌগাছায় ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন এমপি নাসির