আব্দুল্লাহ আল মামুন
“কৃষিই সমৃদ্ধি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় যশোরের চৌগাছায় ৩দিন ব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে চৌগাছা উপজেলা চত্বরে উপজেলার কৃষি অফিসারের আয়োজনে আয়োজিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন এমপি। আয়োজকরা প্রতিনিধিকে জানান, ২০ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা।
অনুষ্ঠানে বক্তারা খাদ্য নিরাপত্তা ও কৃষির বৈচিত্র উৎপাদনে কৃষকদের আরও বেশি এগিয়ে আসার আহবান জানান। তারা আরও বলেন, এখন দেশে অনেক শিক্ষিত ছেলে মেয়েরা কৃষি কাজে সম্পৃক্ত হয়ে নিজেদের ভাগ্য বদল করেছে। কৃষি মেলার মাধ্যমে যাঁরা এখনও বেকার রয়েছে তাদের উৎসাহিত করে কৃষি কাজে সম্পৃক্ত করলে বেকারত্ব অনেকাংশে কমে যাবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে। আধুনিক কৃষিতে শিক্ষিত যুবক-যুবতীদের সম্পৃক্ততা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়।
চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, উপজেলার সাবেক সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও চেয়ারম্যান হবিবর রহমান, সদস্য আওরঙ্গজেব চুন্নু, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস প্রমুখ।
কৃষি মেলা সম্পর্কে চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস বলেন, মেলায় ফলদ, ঔষধি, বনজসহ, ভাসমান বেডে সবজি চাষ এবং ১৮ টি স্টল শোভাবর্ধন করেছে। এছাড়া বিভিন্ন ধরনের বীজ ও সনতান কৃষি সরঞ্জাম প্রদর্শিত হয়েছে। এছাড়াও প্রতিদিন বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:সাতক্ষীরায় সরিষা চাষে আশার আলো