নিজস্ব প্রতিবেদক :
যশোরের চৌগাছার সদর ইউনিয়ন আওয়ামী লীগের ঘোষিত কমিটি বাতিল করা হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগের দায়িত্বরত) বিএম মোজাম্মেল হকের নির্দেশে এই কমিটি বাতিল করা হয়েছে। সোমবার রাতে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার দৈনিক কল্যাণ দপ্তরে ফোন দিয়ে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, কমিটি বিষয়ে খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকের নজরে এলে তিনি বাতিলের নির্দেশ দেন।
এর আগে, শনিবার রাত দশটার পরে চৌগাছা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে চৌগাছা সদর ইউনিয়ন আওয়ামী লীগের ৬৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটিতে ইউপি চেয়ারম্যান আবুল কাশেমকে সভাপতি এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শামীম রেজাকে সাধারণ সম্পাদক করা হয়েছিল। তবে সেখানে সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী উপস্থিত ছিলেন না।