চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় হঠাৎ সফর করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।
রোববার রাত আটটার সময় চুয়াডাঙ্গা যাওয়ার সময় তিনি চৌগাছা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
এ সময় তার সাথে ছিলেন চুয়াডাঙ্গার আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আলী আজগর টগর, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী পারভীন জামান কল্পনা, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ফরিদা পারভীন, যশোর জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবীর বিজু, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য আলমুন ইসলাম প্রমুখ।
চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী এ সময় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দকে কেন্দ্রীয় নেতৃত্বে সাথে পরিচয় করিয়ে দেন।
উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম রাজ, সহসভাপতি পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, সহসভাপতি আলতাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তবিবর রহমান খান ও তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, নারায়নপুর ইউপি চেয়ারম্যন শাহিনুর রহমান শাহিন, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান এসএম মোমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও প্রযুক্তি সম্পাদক এবং জগদীশপুর ইউনিয়ন আহবায়ক ডা. আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহবুবুল আলম রিংকু, প্রচার সম্পাদক শাহাবুদ্দিন চুন্নু বড়মিয়া, সহ-দপ্তর সম্পাদক শফিক হায়দার লাভলু, সিংহঝুলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুর রহমান টিয়ে, চৌগাছা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা ছাত্রলীগ নেতা এমএ করিম, রুবেল হোসেন প্রমুখ। এসময় তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।