চৌগাছা (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চৌগাছা উপজেলা সংসদের প্রথম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে সভাপতি ও শওকত মন্ডলকে সম্পাদক করা হয়েছে। রোববার পাবলিক লাইব্রেরী প্রাঙ্গনে এ সম্মলন হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি জাফর ইকবাল লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষাবীদ ও কলামিস্ট ডা. মিজানুর রহমান।
উদীচী শিল্পীগোষ্ঠী চৌগাছা শাখার সদস্য মামুন শামীম আক্তার লিখনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উদীচী সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঝিনাইদহ জেলার সভাপতি কে এম শরীফ, যশোর জেলার সভাপতি মাহাবুবুর রহমান মজনু, সহ-সভাপতি আমিনুর রহমান হিরু, সহ-সাধারন সম্পাদক শুভঙ্কর গুপ্ত, সাংগঠনিক সম্পাদক কাজী শায়েদ নওয়াজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও শওকত মন্ডল। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ২৫ সদস্যের এক পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।