চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় এক রাতে ৮ দোকানের সার্টার ভেঙে নগদ টাকা ও মালামাল চুরি হয়েছে। ৫ ফ্রেব্রুয়ারি ভোরে শহরের কাপড়িয়া পট্টি এলাকায় এ চুরির ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের মধ্যে চুরি আতংকের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা চুরির ঘটনায় প্রতিবাদ জানিয়ে শহরে মিছিলের চেষ্টা করলে পুলিশের বাধায় বন্ধ হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, শহরের কাপড়িয়া পট্টির সবুজ সাথী বস্ত্র বিতান, ঢাকা বস্ত্র বিতান, সাক্স টেইলার্স, মায়ের আচল বস্ত্র বিতান, বাবুল গার্মেন্টস এবং কামিল মাদ্রাসা রোডের সাঈদ ভ্যারাইটি স্টোরের সার্টার ভেঙে নগদ টাকা চুরি হয়েছে। চুরির ঘটনায় প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন।
ঢাকা বস্ত্র বিতানের মালিক বলেন, প্রতিদিনের মতো শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাসায় যাই। শনিবার সকালে জানতে পারি বাজারে কয়েকটি দোকানে চুরি হয়েছে। সংবাদ পেয়ে দোকানে গিয়ে দেখি আমার দোকানেও চুরি হয়েছে। সার্টার ও ক্যাশের ড্রয়ার ভেঙে নগদ ৪০ হাজার টাকা নিয়ে গিয়েছে চোরেরা।
একই সময় সবুজ সাথী বস্ত্র বিতান থেকে নগদ ২৫ হাজার টাকা ও কয়েকটি কম্বল নিয়ে গিয়েছে। দোকানের সার্টার ভেঙে সাক্স টেইলার্স ও সাঈদ স্টোর থেকে নগদ টাকা চুরি হয়েছে। চুরির সময় চোরেরা ঢাকা বস্ত্র বিতানের সিসি ক্যামেরার মেমরি নিয়ে যায়।
চৌগাছার ব্যবসায়ী সমিতির সম্পাদক ইবাদৎ হোসেন বলেন, শহরে একরাতে অনেকগুলো প্রতিষ্ঠানে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চুরি আতংক বিরাজ করছে। দোকানগুলোতে চুরির ঘটনায় প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
এদিকে চুরির ঘটনায় শহরের ব্যবসায়ীরা প্রতিবাদ মিছিলের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় ঘটনার নিন্দা জানিয়ে দুষ্কৃতকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নেয়ার জন্য একদিনের আল্টিমেটাম দিয়েছে ব্যবসায়ীরা।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, এ ঘটনায় শহরের কাপড়িয়া পট্টির একটি দোকানের সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রাপ্ত ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। খুব শিগগিরই দুষ্কৃতকারীদের সনাক্ত করে গ্রেফতার করা হবে বলে তিনি জানান।