চৌগাছা (যশোর) প্রতিনিধি: শনিবার বিকেলে চৌগাছায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
\মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ইউনুচ দফাদার ও যুবদলের আহবায়ক এম এ মান্নান। উপজেলার বেলা স্কুল হতে শুরু হয়ে শহরের যশোর মেইন বাসস্ট্যান্ড এ এসে মিছিলটির সমাপ্তি ঘটে।
উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট আলিম উদ্দীন, সদস্য সচিব আরিফুল ইসলাম অসীম, ফারুক আহমেদ, সাইদুল ইসলাম রিংকু, আলম দফাদার, তুফান হোসেন, আনিচুর রহমান, পৌর যুবদলের আহবায়ক সালাউদ্দীন আহমেদ, যুগ্ম-আহবায়ক মিঠু, সদস্য সচিব মঈনুদ্দিন মঈন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মেহেদী হাসান, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, উপজেলা ছাত্রদলের আহবায়ক জসীম উদ্দীন, যুগ্ম-আহবায়ক ফারুক হোসেন, সদস্য সচিব ইমরান হাসান রকি, পৌর ছাত্রদলের আহবায়ক আব্দুল হাকিম, সদস্য সচিব মেহেরান হাসান জিতু, কলেজ ছাত্রদলের আহবায়ক মোবারক হোসেন প্রমুখ।