চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ মাসিক সভা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, পৌরসভার মেয়র নুর উদ্দীন আল মামুন হিমেল, উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার, কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস, প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাস চন্দ্র গোস্বামী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রকৌশলী কর্মকর্তা মুনসুর আলী, মৎস্য কর্মকর্তা হরিদাস বিশ্বাস, খাদ্য কর্মকর্তা লিটন, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীরমুক্তিযোদ্ধা সৈকত আলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সামাজিক-রাজনৈতিক, প্রেসক্লাব ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউর রহমান রিন্টু, প্রেসক্লাবের সম্পাদক অমেদুল ইসলাম ও চেয়ারম্যানগনসহ আইন শৃঙ্খলার কমিটির সদস্যগণ।