চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছায় চার ইউনিয়নের ১২ কমিউনিটি ক্লিনিক ও একটি উপ-স্বাস্থ্য কেন্দ্রে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ১২ হাজার ৩০০ জনকে। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই টিকা প্রদান কার্যক্রম চলে।
উপজেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, হাকিমপুর ইউনয়িনের স্বরুপপুর ও যাত্রাপুর কমিউনিটি ক্লিনিক, স্বরুপদহ ইউয়িনের খড়িঞ্চা, দিঘড়ী ও হিজলী কমিউনিটি ক্লিনিক, সুখপুকুরিয়া ইউনিয়নের বর্ণি, বল্লভপুর, আন্দুলিয়া ও রামকৃষ্ণপুর কমিউনিটি ক্লিনিক, নারায়নপুর ইউনিয়নের হাজরাখানা, বড়খানপুর ও চাঁদাপাড়া কমিউনিটি ক্লিনিক এবং নারায়নপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে করোনা গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হয়েছে।
হাজরাখানা কমিউনিটি ক্লিনিক থেকে টিকা নেয়া ইউপি সদস্য মনিরুজ্জামান মিলন বলেন, ৬ নভেম্বর কমিউনিটি ক্লিনিক থেকে টিকার প্রথম ডোজ নিয়েছিলাম। মঙ্গলবার দ্বিতীয় ডোজ নিয়েছি। গ্রামে এসে টিকা দেয়ায় গরীব ও বৃদ্ধসহ সবার জন্য টিকা নেয়া সহজ হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার বলেন, গত ৬ নভেম্বর উপজেলার চারটি ইউনিয়নের ১২টি কমিউনিটি ক্লিনিক ও একটি উপ-স্বাস্থ্য কেন্দ্রে ১২ হাজার ৩০০ ব্যক্তিকে করোনা টিকার প্রথম ডোজ দেয়া হয়। মঙ্গলবার তাঁদেরকে দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হয়েছে।