নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি মাসুদ চৌধুরীকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। বুধবার সন্ধ্যায় চৌগাছার নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে
যশোর ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আলী জানান, মেহেদি মাসুদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি আছে। অপারেশন ডেভিল হান্ট অভিযান-২ এর অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। এর আগে, ডেভিল হান্টের প্রথম পর্বে চলতি বছরের ২৮ এপ্রিল ডিবি পুলিশ তাকে ফুলসারা ইউনিয়ন পরিষদের সামনে থেকে আটক করেছিল।
ছাত্র আন্দোলন ও সহিংসতার অভিযোগ
পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মেহেদি মাসুদ চৌধুরী অস্ত্র প্রদর্শনের মাধ্যমে উপজেলার রাজপথ দখল করে আন্দোলন দমনের চেষ্টা করেছেন। তার নির্দেশে ছাত্রলীগের কর্মীরা উপজেলা ছাত্র শিবির ও ছাত্রদলের নেতা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়েছেন। এছাড়া তিনি যশোর জেলা বিএনপির অফিসে ভাংচুর এবং অগ্নি সংযোগ ঘটানোর ঘটনাতেও অভিযুক্ত।
ডিবি পুলিশের অভিযান চলছেই
ডিবি পুলিশ জানিয়েছে, অভিযানের মাধ্যমে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি রাজনৈতিক সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
