চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোর জেলার চৌগাছা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ মার্চ) যশোর জেলার ছাত্রলীগের সভাপতি সালাহউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ মাসের জন্য চৌগাছা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। চৌগাছা উপজেলা ছাত্রলীগের কমিটিতে সারজান দেওয়ান সোহেলকে আহ্বায়ক ও মোঃ আকরামুল ইসলাম, মোঃ হাসান রেজা,শফিউর রহমান রাথিক, মোঃ আব্দুল করিম, মোঃ রুবেল হোসেন, মোঃ ফিরোজ হোসেন, সাগর কুমার বিশ্বাসকে যুগ্ম আহ্বায়ক এবং ২৩ জনকে সদস্য করে এই কমিটি গঠন করা হয়।
যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব বলেন, দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীল ও বেগবান করার লক্ষে ৯০ দিনের জন্য চৌগাছা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির জন্য তৃণমূলের ত্যাগী ও দক্ষ কর্মীদের মাঝ থেকে নতুন নেতৃত্ব খুঁজে এনে এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এই কমিটির মধ্যদিয়ে তৃণমূল পর্যায়ে সংগঠনটি আরো শক্তিশালী হবে বলে জানান তিনি।
আরও পড়ুন:কর্মসূচি নিয়ে আ’লীগে সর্বাত্মক প্রস্তুতি
