নিজস্ব প্রতিবেদক
ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার খুলনা বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয় যশোর। শিরোপা ধরে রাখার মিশনে রোববার দল ঘোষণা করেন নির্বাচক কমিটির এএফ মঈনুদ্দীন রোম, মাহতাব নাসির পলাশ, বিসিবির জেলা কোচ আজিমুল হক ও দলের কোচ অমিত কুমার নয়ন। যদিও জেলা ক্রীড়া সংস্থা থেকে এখনো আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়দের নাম ঘোষণা করা হয়নি।
নির্বাচকদের একটি সূত্র থেকে এ প্রতিবেদক হাতে ঘোষিত দলের তালিকা এসেছে। সেই তালিকায় দেখা যায় গতবছরের চ্যাম্পিয়ন দলের দুই খেলোয়াড় রয়েছে দলটিতে। চ্যাম্পিয়ন দলের সদস্য ও অলরাউন্ডার আফিফ হাসান লিখনকে করা হয়েছে দলের অধিনায়ক। দলের সহঅধিনায়ক করা হয়েছে জান্নাত জিহাদকে। অনূর্ধ্ব-১৪ দলের কোন বাঁহাতি স্পিনার নেই।
মঙ্গলবার মাগুরা জেলা স্টেডিয়ামে যশোর গ্রুপ পর্বের মুখোমুখি হবে চুয়াডাঙ্গা জেলার কিশোর ক্রিকেটারদের বিপক্ষে। সোমবার বিকেলে দলটি মাগুরার উদ্দেশ্যে যশোর ত্যাগ করবেন বলে জানিয়েছেন দলের কোচ অমিত কুমার নয়ন।
ঘোষিত দল: আফিফ হাসান লিখন (অধিনায়ক), জান্নাত জিহাদ (সহঅধিনায়ক), সাজ্জাদুল ইসলাম স্বপ্ন, সাবিন ওহী, ফাহিম শাহারিয়া, আবু বক্কর সিদ্দিকী, ওলিদ, ওমর ফারুক, বিধি রঞ্জন মন্ডল, আরিয়ান রহমান, আদিয়ান হাসান, আব্দুল মাজিদ, ওরিদুল হাসান, সিয়াম হাসান ও আবু হানি। স্ট্যান্ড বাই: সিজান, তৌসিফ ইসলাম ও তৌসিফ হোসেন জীম।
