নিজস্ব প্রতিবেদক
যশোরে ছদ্মনামে তালাক ও সহযোগিতার অভিযোগে এক নিকাহ রেজিস্ট্রারসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সোমবার চৌগাছার ধুলিয়ানী ইউনিয়নের স্বরুপদাহ গ্রামের আব্দুল গনির মেয়ে রেবেকা খাতুন এই মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য জেলা সাব- রেজিস্ট্রারকে আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী আশরাফুল আলম বিপ্লব।
আসামিরা হলো, চৌগাছা উপজেলার বড় কাবিলপুর গ্রামের মৃত সন্তোষ মন্ডলের ছেলে ফজলুর রহমান, নিকাহ রেজিস্ট্রার ইকবাল হোসেন ও শাহাজাদপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম।
মামলার বিবরণে জানা গেছে, ৩১ বছর আগে ফজলুর রহমান স্বরুপদাহ গ্রামের আব্দুল গণির মেয়ে রেবেকা খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন সুখে শান্তিতে চলছিলো। বেশ কিছুদিন হলো ফজলুর রহমান পরকীয়ায় আশক্ত হয়ে সংসারে কলহ সৃষ্টি করছেন। এরমধ্যে আসামি ফজলুর রহমান অপর আসামিদের সহযোগিতায় ছদ্মনাম হাফিজুর ব্যবহার করে রেবেকাকে চলতি বছরের ৫ নভেম্বর একটি তালাকের নোটিশ পাঠায়। যা রেবেকা খাতুন গত ১৮ নভেম্বর গ্রহণ করেন। এরমধ্যে ফজলুর রহমান তার স্ত্রী রেবেকাকে বাড়ি থেকে পিতার বাড়ি তাড়িয়ে দেন। ২৪ নভেম্বর বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এই মামলা করেছেন।