বিনোদন ডেস্ক
দীর্ঘ ৬ বছর পরে মঞ্চে আসছে মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত বটতলার নতুন নাটক ‘সখী রঙ্গমালা’। এটি বটতলার ১৭তম প্রযোজনা।
আগামী ২৪ জানুয়ারি ‘আলী যাকের নতুনের উৎসব’ এ নাটকটির প্রথম প্রদর্শনী হবে। গত ১৭ জানুয়ারি এ উপলক্ষ্যে নাটকটির একটি কারিগরী প্রদর্শনী করা হয়।
বটতলা নাটকে সব সময় মানুষের এবং সর্বপ্রাণের অধিকারের কথা বলে। বটতলার সকলে বিশ্বাস করে ভালোবাসাই বেঁচে থাকার শক্তি। সে ভালোবাসা মানুষে-মানুষে, মানুষে- প্রকৃতিতে। ভালোবাসা বা প্রেমের যে কোন গন্ডি নেই, একে যে বাঁধা যায়না কোন বিশেষ ছকে।
তথাকথিত শত্রুর জন্যও যে মন ব্যাকুল হয়, তাকেও যে আঁকড়ে ধরে একটি গোটা জীবন পাড় করা যায়, তাকে কামনা করা যায়, হিংসা নয় বরং ভালোবাসায়ই কেবল মুক্তি আনে। এমন এক দর্শন নিয়ে, নারী পুরুষের বা ক্ষমতার রাজনীতির বাইরে দাঁড়িয়ে ভিন্ন রাজনীতিও যে জীবনের জন্য মুখ্য হয়ে উঠতে পারে ‘সখী রঙ্গমালা’ তেমনই এক আভাস দিয়ে যাবে দর্শকের মনে।
শাহীন আখতার এর উপন্যাস সখী রঙ্গমালা থেকে ‘সখী রঙ্গমালা’ নাটকটির নাট্যরূপ দিয়েছেন সামিনা লুৎফা নিত্রা ও সৌম্য সরকার। এর নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।
আরও পড়ুন: তুমি দেশের সম্পদ, তোমাকে মারতে পারব না