নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, আওয়ামী লীগের জনগণের সাথে কোন সম্পর্ক নেই। তারা জনতার রায়ে নয়, অবৈধভাবে ক্ষমতার মসনদ দখল করে আছে। দেশের জনগণ আজ স্বস্তিতে নেই। দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। জনগণকে সীমাহীন কষ্টের মধ্যে রয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শরীফ। জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পির পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরান, সহসভাপতি বেনজির বিশ্বাস, নগর ছাত্রদলের আহবায়ক সুমন আহমেদ, সদস্য সচিব মাসুদ কায়সার ইস্তি, সদর উপজেলা আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, সদস্য সচিব পিকুল হোসেন, এমএম কলেজ শাখার আহ্বায়ক শেখ হাসান ইমাম, সরকারি সিটি কলেজ শাখার আহ্বায়ক মিজান চৌধুরী, মণিরামপুর উপজেলা আহ্বায়ক ওলিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, শার্শা উপজেলা আহ্বায়ক সবুজ খান, ঝিকরগাছা উপজেলা আহ্বায়ক আশরাফুল আলম রানা, সদস্যসচিব শাহিন আলম বিপ্লব, কেশবপুর উপজেলা আহ্বায়ক আজিজুর রহমান, চৌগাছা উপজেলা সদস্য সচিব ইমন হাসান রকি, বেনাপোল পৌর আহ্বায়ক আরিফুল ইসলাম প্রমুখ।