নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন যশোরের সন্তান ইব্রাহিম শরীফ বিন্তু। মঙ্গলবার তাকে সদস্য পদ দিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে একটি চিঠি দেয়া হয়েছে।
ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মানের স্বপ্নদ্রষ্টা দেশরত্ন শেখ হাসিনার রূপকল্প ২০৪১ ও চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে তার প্রশংসা করে সদস্য পদ দেয়া হয়েছে।
তিনি ঢাকার ভুইয়ান একাডেমি ল’ কলেজের শিক্ষার্থী ও যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের বাসিন্দা। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের শ্যালকের ছেলে ও সহ-সভাপতি হুমায়ন কবির কুবুর ভাতিজা।
কেন্দ্রীয় ছাত্রলীগের নবনির্বাচিত সদস্য ইব্রাহিম শরীফ বিন্তু যশোর জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন, জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক আব্দুল রায়হান, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাতুজ্জামান রিফাত, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা আহম্মেদ হৃদয়, শাহাজাদা আজিম, সৈকত ইসলাম, তরিকুল ইসলাম, সজীব পাটোয়ারী, সাজু আহম্মেদ প্রমুখ।