চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছা উপজেলার চৌগাছা সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আকরামুল ইসলামের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং, ব্লাড সুগার নির্ণয় ও করোনা টিকার নিবন্ধন করে দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুর একটা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বেড়গোবিন্দপুর স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা মাঠে এই ব্লাড গ্রুপিং, ব্লাড সুগার নির্ণয় ও করোনা টিকার নিবন্ধন করা হয়।
এসময় স্থানীয় ইউপি সদস্য মহব্বত আলী, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আকরামুল ইসলাম, সদস্য সাগর কুমার, সাগর হোসেন, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আশানুর হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সদস্য সোহাগ হোসেন, সজিব হোসেন, শুব্রত বিশ্বাস, চন্ডি বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
আকরামুল ইসলাম বলেন, গ্রামের মানুষ সচেতন না থাকায় দুর্ঘটনা বা বিভিন্ন অসুস্থতায় চিকিৎসা নিতে গিয়ে বিপাকে পড়েন। এজন্য বিভিন্ন সময়ে আমি বিনামূল্যে বিভিন্ন গ্রামের মানুষের ব্লাড গ্রুপিং, ব্লাড সুগার নির্ণয় করে দিয়ে থাকি। মঙ্গলবার আমার নিজ গ্রাম বেড়গোবিন্দপুরের ৭৫ জনের ব্লাড সুগার নির্ণয়, ৬২ জনের ব্লাড গ্রুপিং করে দিয়েছি। গ্রামের মানুষ সচেতন না হওয়ায় অ্যাপসে করোনা টিকা নিবন্ধন করতে পারেন না। শহরে গিয়ে তাঁদের নিবন্ধন করতে হয়। এজন্য গ্রামের ৫১ জনের ফ্রি নিবন্ধন করে দিয়েছি।