নিজস্ব প্রতিবেদক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় যশোরে বিএনপির আয়োজনে মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ এলাকার মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেন।
শহরের জেল রোডে জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। কালেক্টরেট জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন। ঘোপ কবর স্থানে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য একে শরফুদ্দৌলা ছোটলু। এছাড়া রেলগেট মডেল মসজিদ, বাইতুস সালাম জামে মসজিদ, কারবালা জামে মসজিদ, যশোর ২৫০ শয্যা হাসপাতাল জামে মসজিদ, খড়কী পীর বাড়ি জামে মসজিদ, খড়কি কাসার দিঘী কবর স্থান জামে মসজিদ, আলীগড় জামে মসজিদ, ডালমিল জামে মসজিদ, আদর্শ পাড়া জামে মসজিদ, এম এম কলেজ জামে মসজিদ, ঘোপ স্টাফ কোয়ার্টার জামে মসজিদসহ শহরেরর অন্যান্য মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে বাদ আছর যশোর নগর মহিলা দলের ৩ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পূর্বে নিহতের স্মরণ করে বক্তব্য রাখেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম। দোয়া মাহফিলে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, ৩ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, সাধারণ সম্পাদক আনোয়ারা পারভীন আনু প্রমুখ।