নিজস্ব প্রতিবেদক
যশোর রেলস্টেশন এলাকা থেকে ছিনতাইয়ের অভিযোগে আটক আসিফের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। তার কাছ থেকে একটি চাকু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে স্টেশনের ওভারব্রিজের সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনার ভুক্তভোগী অভয়নগর উপজেলার গোপিনাথপুর গ্রামের নিশান সিকাদার বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে এই মামলাটি করেছেন।
আটক আসিফ শহরের আশ্রম রোড এলাকার মোহাম্মদ আলীর ছেলে। এছাড়া পলাতক আসামি তৌহিদুল ইসলাম ভোলা শহরের রেলগেট কয়লাপট্টি এলাকার আব্দুস সামাদের ছেলে।
বাদী মামলায় উল্লেখ করেছেন, গত ১ এপ্রিল ভুক্তভোগী নিশান ও তার মামা মোয়াজ্জেম যশোরে আসেন। রাত আটটার পর বাড়ি ফেরার জন্য পায়ে হেঁটে রেল স্টেশনে যাচ্ছিলেন। রেলগেট ট্যাক্সি স্টান্ডের সামনে পৌছালে আসিফসহ আরেকজন তাদেরকে গতিরোধ করে। হত্যার হুমকি দিয়ে তাদের কাছ থেকে টাকা, মোবাইল ফোন, সোনার গহনা ছিনিয়ে নেয়। পরে তারা অভয়নগরে ফিরে যান। মঙ্গলবারও তিনি যশোরে আসেন। ফেরার পথে ট্রেনের অপেক্ষায় স্টেশনে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় আসিফকে দেখেন ওভারব্রিজের পাশে দাঁড়িয়ে রয়েছেন। দেখেই তিনি আসিফকে চিনতে পারেন। তাৎক্ষণিক তিনি গিয়ে আসিফকে ধরে ফেলেন। এসময় তার চিৎকারে আশপাশের লোকজনও ছুটে আসে। এক পর্যায় আসিফকে পুলিশে সোপর্দ করা হয়। ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি আসিফ স্বীকার করে। একই সাথে তার সাথে ওই দিন ভোলা নামে আরেক ছিনতাইকারী ছিলো বলে জানায়। শেষমেষ ওই দুইজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন ভুক্তভোগী নিশান।
চাঁচড়া ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক মমিনুল হক জানিয়েছেন, রেলস্টেশন এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনার সাথে আসিফ জড়িত। আটকের পর তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।