নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার কামালপুর গ্রামে দুই যুবককে ছুরিকাঘাত ও মারপিটের ঘটনায় দুই সহোদরের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। আসামিরা হলো- একই উপজেলার খরিঞ্চাডাঙ্গা গ্রামের আবুল কাশেম গাজী খোকনের দুই ছেলে ফারুক হোসেন (২০) ও নয়ন হোসেন (৩৪)। মামলার বাদী একই গ্রামের আকবর আলীর জেলে ফজলুর রহমান ফজলু।
তিনি এজাহারে উল্লেখ করেছেন, তার ভাইপো আব্দুল্লাহ আল নোমান (১৯) এবং একই গ্রামের শাহজাহানের ছেলে রায়হানের সাথে আসামি সহোদরের দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছে। গত ২৭ জানুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে কেশবপুরে মধুমেলা দেখে বাড়ি ফেরার পথে সদর উপজেলার কামালপুর গ্রামে আসামিদের বাড়ির সামনে পৌঁছলে তাদের মারপিট করে।
ওই সময় রায়হান স্থানীয় চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফের কাছে বিচার চেয়ে বাড়িতে ফিরছিল। রাত ১টার দিকে ফের রায়হানকে পেয়ে ছুরিকাঘাত করে দুই আসামি। তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাতে জখম করে। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।