কল্যাণ ডেস্ক
মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে বড় ছেলে রফিক বিন সাঈদীর কবরের পাশে তাকে দাফন করা হয়।
এর আগে সকাল দশটায় পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তার মরদেহ নিজ জেলা পিরোজপুরে নিয়ে আসা হয়। এরপর বেলা ১১টায় প্রশাসনের নির্দেশে জানাজার জন্য বলা হলে সাঈদীর ভক্তরা বাধা প্রদান করেন। তারা দাবি তোলেন, সাঈদীর ছোট ছেলে মাসুদ সাঈদী পিরোজপুর না আসা পর্যন্ত জানাজা অনুষ্ঠিত হবে না। এ সময় কিছুটা হট্টোগোলের সৃষ্টি হয়।
এরপর মাসুদ সাঈদী দুপুর ১টা ১০ মিনিটে পিরোজপুরে পৌঁছালে আল্লামা সাঈদী ফাউন্ডেশন চত্বরে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পরিচালনা করেন কেন্দ্রীয় জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটি এম মাসুম। এরপর বেলা সাড়ে তিনটার দিকে তার মরদেহ সমাহিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন, মিরেরসরাই দরবার শরিফের পীর শাহ্ সুফি আল্লামা আব্দুল মোমেন নাছেহী প্রমুখ।
প্রসঙ্গত ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড দেয় আদালত। এরপর থেকে তিনি কারাবন্দি হিসেবে কাশিমপুর জেলখানায় কারাভোগ করছিলেন।