নিজস্ব প্রতিবেদক
সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। সোমবার সকালে নিজ কার্যালয়ে যশোরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
জনগণের জন্য ইউএনও’র দরজা সব সময় খোলা থাকবে এ বার্তা সকলের কাছে পৌঁছে দেয়ার অনুরোধ জানিয়ে বলেন, জনগণ তাদের যে কোন বিষয়ে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে। আবার চাইলে আমার অফিসে আসতে পারবেন। তাদের আমার রুমে প্রবেশের জন্য কোন অনুমতি লাগবে না। তাদের যে সমস্যা তা আমি সমাধানের চেষ্টা করবো। যে সমস্যার তাৎক্ষণিক সমাধান করতে না পারলেও পরামর্শ দিয়ে সহায়তা করতে পারবো। তাদের জন্য আমাদের দরজা, আমাদের মোবাইল সব সময় খোলা থাকবে।
তিনি আরও বলেন, সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে মানুষের দুর্ভোগ জানানোর চেষ্টা করেন। তাই আপনারা যদি কোন দুর্ভোগের নিউজ পত্রিকার পাতায় তুলে ধরার আগে আমাকে জানাবেন। যাতে আমি দ্রুত পদক্ষেপ নিয়ে পারি। আমাকে যদি পত্রিকার মাধ্যমে কোন খবর জানতে পারি তাহলে সেটা সমাধান করতে অনেক দেরি হয়ে যায়।
মামলা জটিলতায় সদর উপজেলার বেশ কয়েকটি সেতুর কাজ বন্ধ রয়েছে। এ সেতু এলাকার মানুষের জন্য বিকল্প চলাচলের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়ে শারমিন আক্তার বলেন, মামলা নিষ্পত্তি দীর্ঘ সময়ের ব্যাপার। তাই যাতে এসব এলাকার জনগণের চলাচলের যাতে কোন সমস্যা না হয়, তার জন্য আমরা বাঁশ বা কাট দিয়ে মানুষের যাতায়াতের জন্য বিকল্প ব্যবস্থা করে দিব।
নিজেকে প্রচারবিমুখ দাবি করে এ কর্মকর্তা বলেন, লোকজনের সেবা করা আমার একটা দায়িত্ব। আপনারা নির্যাতিত-নিপীড়িত মানুষের খবর খুঁজে বের করে সবার সামনে তুলে ধরেন। আমি যে কাজগুলো জনগণের কল্যাণে কাজ করছি সেই কাজ গুলো খুঁজে নিয়ে প্রচার করবেন। তাতে আমি নিজে থেকে উৎসাহিত হব।
পরে উপজেলা পরিষদ হল রুমে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।