নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা বিএনপির মানববন্ধনে দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত সরকারের উদ্দেশ্যে বলেছেন, মহান স্বাধীনতার ৫২ বছরে এসে যদি আপনাদের মধ্যে ন্যূনতম স্বাধীনতার চেতনা অবশিষ্ট থাকে তাহলে জনগণের সকল যৌক্তিক দাবি দাবা মেনে নিয়ে পদত্যাগ করুন। তাদের ভোটাধিকার, মৌলিক অধিকার সর্বোপরি সকল গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিন। বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে জনগণের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করুন। বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে সকল রাজনৈতিক দল ও দেশের বিশিষ্ট নাগরিকদের মতামতের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠন করে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ তৈরির মধ্য দিয়ে জনগণের মত প্রকাশের ব্যবস্থা করুন।
গ্যাস-বিদ্যুৎ, চাল, ডালসহ সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও বিএনপি ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি আয়োজিত শনিবার মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নীল রতন ধর সড়কে অনুষ্ঠিত মানববন্ধন বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।
এসময় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, স্বাধীনতার চেতনা হলো একটি গণতান্ত্রিক বাংলাদেশ। সেই স্বপ্ন পূরণের নিমিত্তে আজ থেকে ৫২ বছর পূর্বে মুক্তিযোদ্ধারা তাদের জীবন বাজি রেখে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাদের সেই স্বপ্নকে বর্তমান সরকার পদদলিত করেছে।
বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবি জানানো হয়। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, দলের আহ্বায়ক কমিটির সদস্য মো. মুছা, মিজানুর রহমান খান, বিএনপির যশোর নগর শাখার সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, মণিরামপুর উপজেলা শাখার আহ্বায়ক অ্যাড. শহীদ ইকবাল হোসেন, শার্শা উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক আবু হাসান জহির, চৌগাছা পৌর শাখার সভাপতি সেলিম রেজা আউলিয়ার, নওয়াপাড়া পৌর শাখার সভাপতি আবু নঈম, কেশবপুুর পৌর শাখার সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমান, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু।
