নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলা বিএনপি আয়োজিত যৌথসভায় কেন্দ্রীয় বিএনপি ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বর্তমান সরকার জনবিচ্ছিন্ন। জনগণের সাথে তাদের ন্যূনতম সম্পর্ক নেই। আজ দেশের সর্বস্তরের জনগণ এই জনবিরোধী সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। জনরোষে এই সরকারও বিদায় নিতেই হবে।
বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে আগামী ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় তারুণ্যের রোড মার্চ সফল করার লক্ষ্যে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভা শেষে অসুস্থ দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, যশোর আন্দোলন সংগ্রামের তীর্থভূমি। অতীত স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে গৌরবময় ইতিহাস রয়েছে। বর্তমান সরকারের বিরুদ্ধে এই যশোরবাসী বিএনপির নেতৃত্বে আবার জেগে উঠেছে। সরকারের পতন চূড়ান্ত আন্দোলনে তার বহিঃপ্রকাশ ঘটবে।
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু, বিএনপি নেতা অধ্যাপক আব্দার হোসেন খান, আলাউদ্দিন আলা, আব্দুর রহিম, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী হাসিনা ইউসুফ প্রমুখ। সভা পরিচালনা করেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক।