নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, পবিত্র সিয়াম সাধনার প্রায় শেষ পর্যায়ে পবিত্র ঈদুল ফিতরের অনাবিল আনন্দ হাতছানি দিলেও জনগণকে সেই আনন্দ উপভোগ করার সুযোগ নেই। কারণ তারা আজ ক্ষুধার যন্ত্রণায় কাতর। জনগণ আজ অত্যান্ত দুর্বিসহ এবং চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে জীবনযাপন করছে।
বুধবার যশোর নগর বিএনপির ৯ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য-মন্ত্রী তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয় সভা থেকে।
শহরের হুশতলা মোড়ে অনুষ্ঠিত ইফতারপূর্ব আলোচনায় সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা মহিবুর রহমান হিরন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, যুগ্ম-সম্পাদক নাজমুর হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা প্রমুখ।