নিজস্ব প্রতিবেদক
ঘড়ির কাটায় তখন বিকাল সাড়ে ৩টা। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ যশোর-১ (শার্শা) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি তখনও বেনাপোলের বলফিল্ডের মঞ্চে উঠেননি। তবে একে একে মিছিল নিয়ে মাঠে প্রবেশ করছিলেন বেনাপোলের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। বড় বড় বহর নিয়ে আসছিলেন বিভিন্ন ইউনিয়নের নেতারাও। আধাঘণ্টার মধ্যে নেতাকর্মীদের ঢল নেমে জনসমুদ্রে পরিণত হয় ওই খেলার মাঠটি। উঠান বৈঠক নামের এই সভাটি পরিণত হয় নিকট অতীতের সবচেয়ে বড় জনসমাবেশে। একপর্যায়ে মাঠে জায়গা না পেয়ে মানুষ রাস্তার দুই পাশ, ফুটপাত, এমনকি আশেপাশের বাড়ির ছাদেও অবস্থান নেন। এমন পরিস্থিতিতে মঞ্চে উঠেন মফিকুল হাসান তৃপ্তি। হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানান এই সাবেক সংসদ সদস্য।
বেনাপোল পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বক্তব্যের শুরুতেই তিনি অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে সংক্ষিপ্ত দোয়া প্রার্থনা করেন এবং দেশবাসীসহ উপস্থিত জনসাধারণকে দোয়ায় শরিক হওয়ার আহ্বান জানান।
মফিকুল হাসান তৃপ্তি বলেন, আগামী নির্বাচনে যদি জনগণ আমাকে এমপি হিসেবে নির্বাচিত করেন, তবে শার্শা-বেনাপোলকে আধুনিক, উন্নত, কর্মমুখী ও প্রযুক্তি-সমৃদ্ধ অঞ্চলে রূপান্তর করা হবে। তিনি দীর্ঘদিনের জলাবদ্ধতা দূরীকরণ, বেনাপোল-ঢাকা-যশোর যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, বন্ধ থাকা বেনাপোল টার্মিনাল পুনরায় চালু এবং বেনাপোল স্থলবন্দরকে আন্তর্জাতিক মানের আধুনিক বন্দরে পরিণত করার অঙ্গীকার করেন। এছাড়া কৃষকদের জন্য সুলভমূল্যে সার, বীজ ও কীটনাশক সরবরাহ, আধুনিক কৃষিযন্ত্র সহজ শর্তে প্রদান, কোল্ড স্টোরেজ নির্মাণ, কৃষিপণ্য বাজারজাতকরণ এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জরুরি সহায়তার ব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
শিক্ষাব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে তিনি টিফিন কর্মসূচি সম্প্রসারণ, প্রতিটি বিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুম, কম্পিউটার ও রোবোটিক্স প্রোগ্রামিং শিক্ষা চালু, বিদ্যালয় অবকাঠামোর উন্নয়ন এবং দরিদ্র-মেধাবি শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদানের অঙ্গীকার করেন। যুবসমাজের জন্য তিনি কর্মমুখী প্রশিক্ষণ কেন্দ্র, হাতে-কলমে বাস্তবমুখী শিক্ষা, কারিগরি শিক্ষার বিস্তার এবং চাকরি পাওয়ার আগ পর্যন্ত বেকার ভাতার ব্যবস্থা করবেন। নারীদের জন্য উদ্যোক্তা সহায়তা, হস্তশিল্প, আইটি প্রশিক্ষণ ও নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করা হবে বলে জানান।
বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেব দলের সাবেক সহসম্পাদক ও শার্শা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহসিন কবির, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সহ-সভাপতি শাহাবুদ্দিন, শার্শা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সিরাজুল ইসলাম তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ ও কুদ্দুস আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, ব্যবসায়ী নেতা মফিজুর রহমান স্বজন, পুটখালী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হবি, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আশরাফুল কবির সুমন, জেলা যুবদলের আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্যসচিব ইমদাদুল হক ইমদাদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ ও মুনতাসিম আজিম সাগর, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, কায়বা ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি সদস্য আলমগীর হোসেন টিপু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বিপ্লব মন্ডল ও ইনজামামুল হক, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান আতা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন ও জিয়াউর রহমান, বেনাপোল পৌর ছাত্রদলের সদস্যসচিব ইসতিয়াক আহমেদ শাওন এবং সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তুহিনসহ শার্শা উপজেলা, বেনাপোল পৌর এবং ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
সর্বশেষ
- যশোরে পুলিশ সুপার ও ব্যবসায়ীদের মতবিনিময় সভা : সন্ত্রাসমুক্ত ও বাসযোগ্য শহরের অঙ্গীকার
- যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরল এক তরুণের, আহত আরেকজন
- অশ্রুসিক্ত শ্রদ্ধায় যশোরে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস
- রোটারী ক্লাব অব যশোর মিডসিটি’র নতুন নেতৃত্বে সেলিম রেজা ও রাকিবুল আলম
- ধানক্ষেতে উড়ছে ধুলো, কানে বাজছে উল্লাস, যশোরে ঐতিহ্যবাহী গরুর গাড়ি দৌড় উৎসব
- সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, লড়াই চলছে
- হাদিকে হামলাকারীর ভারতে পালানো ঠেকাতে বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা
- বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শার্শার গোগায় দোয়া অনুষ্ঠিত
