নিজস্ব প্রতিবেদক
জনতা ব্যাংক পিএলসি যশোর এরিয়া শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার এরিয়ার ডিজিএম মো. জাকির হোসেনের সভাপতিত্বে যশোর জেসটাওয়ার এরিয়া অফিসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের খুলনা বিভাগীয় কার্যালয়ের জিএম মো. আব্দুর রাজ্জাক।
এসময় তিনি শ্রেণিকৃত ঋণ হ্রাসকরণসহ ব্যাংকের সার্বিক উন্নয়ন তরান্বিত করার জন্য শাখা ব্যবস্থাপকদের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, নারী উদ্যোক্তাগণকে ঋণ প্রদানের মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়নে নারীদের সম্পৃক্ত করতে হবে। উৎপাদন খাতে সিএমএসএমই ঋণ এবং কৃষকদের মাঝে কৃষি ঋণ প্রদান মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানের সভাপতি এরিয়ার ডিজিএম মো. জাকির হোসেন বলেন, ব্যবস্থাপকদের উন্নত গ্রাহক সেবা এবং ব্যাংকিং কার্যক্রমে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করতে হবে। ২০ জন শাখা ব্যবস্থাপকসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের নির্বাহী কর্মকর্তাবৃন্দ সম্মেলনে অংশ গ্রহণ করেন।
