কল্যাণ ডেস্ক: জনমত জরিপে হেরে গেলে টুইটারের প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়াবেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির মালিক ইলন মাস্ক।
বাংলাদেশ সময় সোমবার (১৯ ডিসেম্বর) সকালে জনমত জরিপের জন্য নিজের অ্যাকাউন্ট থেকে একটি পোল পোস্ট করেছেন তিনি। টুইটারে নিজের ১২২ মিলিয়ন অনুসারীর উদ্দেশ্যে লিখেছেন, “নির্বাহী প্রধানের পদ থেকে আমি কি সরে দাঁড়াবো… আমি ফলাফল মেনে নেবো…।” খবর বিবিসির।
টুইটার পোলে এ পর্যন্ত মাস্কের পক্ষে পড়েছে ৫৮ শতাংশ ভোট এবং বিপরীতে পড়েছে ৪২ শতাংশ।
জনমত জরিপের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছিলেন মাস্ক। এ থেকে আসা সিদ্ধান্তই তিনি অনুসরণ করতে চলেছিলেন বলে উল্লেখ করা হয়েছে সংবাদমাধ্যমের প্রতিবেদনে।
চলতি বছরের অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেন টেসলা ও স্পেস এক্স-এর মালিক ইলন মাস্ক। কিনে নেওয়ার পর থেকেই একের পর এক পরিবর্তন আনতে থাকেন প্রতিষ্ঠানটিতে। ব্যবহারকারী ও কর্মীদের জন্য নতুন নিয়ম তৈরির পাশাপাশি, অল্প সময়ের ব্যবধানে প্রায় অর্ধেক কর্মী ছাঁটাই করে বসেন। সেইসঙ্গে, পরিবারের নিরাপত্তার ইস্যু দেখিয়ে দ্য নিউইয়র্ক টাইমস, সিএনএন, ওয়াশিংটন পোস্টসহ আরও বেশকিছু মিডিয়া আউটলেটের অর্ধ ডজনেরও বেশি বিশিষ্ট সাংবাদিকের অ্যাকাউন্ট স্থগিত করেন।
এসব কাণ্ডে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় তাকে। ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সতর্ক করে টুইটারের নতুন মালিককে। যদিও পরে বেশ কয়েকজন সাংবাদিকের অ্যাকাউন্ট সচল করেছেন তিনি। এসব নাটকীতার পরই স্থানীয় সময় রোববার সন্ধ্যায় নিজের অ্যাকাউন্টে জনমত জরিপের ব্যবস্থা করেন এই মার্কিন টেকনোলজি টাইকুন।
আরও পড়ুন: জাতিসংঘ রেজুলেশনে অন্তর্ভুক্ত হলো ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক উক্তি’