মণিরামপুর প্রতিনিধি: যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, দেশ পবিত্র সংবিধান অনুসারে চলছে, আগামীতেও একইভাবে চলবে। যারা আগামী ১০ ডিসেম্বর খালেদা জিয়ার কথায় দেশ চলবে বলে হুমকি দিয়ে বুলি আওড়াচ্ছেন, তারাই জনরোষে পড়ে রাজপথ থেকে পালাবে। কারণ শেখ হাসিনা এদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলেছেন। দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার যশোরে আগমন উপলক্ষে শনিবার বিকেলে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন লাভলুর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধুর প্রতিটি সৈনিককে ঐক্যবদ্ধ হয়ে যশোরের জনসমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে হবে। সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে জনসমাবেশে উপস্থিত হতে হবে।
তরুণ আওয়ামী লীগ নেতা সন্দীপ ঘোষের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপি, জেলা আওয়ামী লীগের সদস্য প্রকৌশলী আরশাদ পারভেজ, রেজাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকিমিটির সদস্য এসএম ইয়াকুব আলী প্রমুখ।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা গৌর কুমার ঘোষ, মিকাইল হোসেন, উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক বাবুল করিম বাবুল, তপন বিশ^াস পবন, জেলা পরিষদের সাবেক সদস্য শহিদুল ইসলাম মিলন, অধ্যক্ষ মিলন ঘোষাল, উপজেলা মহিলা লীগের সভাপতি রীতা পাড়ে, সাধারণ সম্পাদক প্রভাষক আসমাতুন্নাহার, ইউপি চেয়ারম্যান তৌহিদুর রহমান, গাজী মাযহারুল আনোয়ার, এমএম ফারুক হুসাইন, যুবলীগ নেতা শিপন সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রকি, সাধারণ সম্পাদক রমেশ দেবনাথ, সহসভাপতি মাহবুবুর রহমান, যুগ্ম সম্পাদক এইসএম বাপ্পী হুসাইন, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান অভি প্রমুখ।
আরও পড়ুন: যশোরে আত্মগোপনে অনেক ক্যাডার