নিজস্ব প্রতিবেদক
নারী সহিংসতার বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ‘জনস্থানে নারীর নিরাপত্তা’ ক্যাম্পেইনের রোড শো ঢাকা হতে যশোরে পৌঁছেছে। ইয়াংবাংলার ও ভ্রমণকন্যা ট্রাভেলটসের আয়োজনে এ রোড শো ক্যাম্পেইনটি চার ধাপে সমগ্র বাংলাদেশে অনুষ্ঠিত হবে। এ কার্যক্রমের প্রথম রুট ঢাকা-যশোর এর উদ্দেশ্যে ১৫ সেপ্টেম্বর ঢাকা হতে ৪৫ জন নারী বাইকারের একটি দল ঢাকা থেকে যাত্রা শুরু করে যশোরে পৌঁছে। তারা সকাল সাড়ে ৯ টায় ঢাকা থেকে যাত্রা শুরু করে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গাতে বিরতি নেন।
তারা মূলত জনস্থানে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এই ক্যাম্পেইন শুরু করেছে। চলতি পথে তারা এই মেসেজটি বিভিন্ন মাধ্যমে ৭ লক্ষ মানুষের মধ্যে ছড়িয়ে দেবার প্রত্যাশা করছে। ভাঙ্গাতে বিরতির পর, তারা আবারও যশোরের উদ্দেশে রওনা হয়। গোপালগঞ্জ-কালনা হয়ে তারা নড়াইলে দ্বিতীয় বারের মতো যাত্রা বিরতি করে। নড়াইল থেকে দলসহ দুপুরের খাবার খেয়ে মাইকেল মধুসূদনের পূণ্যভুমি কেশবপুর হয়ে তারা যশোর আইটি পার্কে অবস্থান করে। আজ সকালে তারা যশোর মণিহার সিনেমা কমপ্লেক্সের সামনে উন্মুক্ত ক্যাম্পেইন পরিচালনা করবে। স্থানীয়ভাবে যশোরে এই আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে আছে স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থা। এ আয়োজনের সহযোগিতায় আছে ইয়াং বাংলা, এশিয়া ফাউন্ডেশন, শক্তি ফাউন্ডেশন, এসবিকে ফাউন্ডেশন এবং ভ্রমণকন্যা-ট্রাভেলটস।